যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোররাতের ওই অভিযানে ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জলের (৩৮) বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ দেশীয় দা, রামদা, খুর ও চাইনিজ কুড়ালসহ ২০টিরও বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে—দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
