ঠাকুরগাঁও–২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন ডা. মোঃ আব্দুস সালাম
বিস্তারিত সংবাদ:
দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঠাকুরগাঁও–২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন ডা. মোঃ আব্দুস সালাম, সাবেক মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা।
(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই নেতাকর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সমর্থকরা মনে করছেন, ডা. সালামের নেতৃত্বে এ আসনে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হবে এবং ভোটারদের জন্য নতুন আশার দিগন্ত উন্মোচিত হবে।
ডা. মোঃ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। ড্যাব-এর সাবেক মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চিকিৎসা খাতের উন্নয়ন, চিকিৎসকদের অধিকার ও জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, “যোগ্য নেতৃত্ব, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মানুষের প্রতি তাঁর অঙ্গীকারের কারণেই তিনি মনোনয়ন পেয়েছেন। এবার ঠাকুরগাঁও–২ আসনে প্রতিযোগিতা আরও জমে উঠবে।”
এমন মনোনয়নে এলাকাজুড়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এখন ভোটার ও সর্বসাধারণের দৃষ্টি ডা. সালামের পরবর্তী পদক্ষেপ এবং নির্বাচনী প্রস্তুতির দিকে।
