মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি ঘোষিত দলীয় মনোনীত প্রার্থী,কামরুজ্জামান রতনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে, ঢাকা,মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়ক অবরোধ করে, মুক্তারপুর সেতুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এ সময় প্রায় দুই ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে সেতুতে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মুক্তারপুর ফেরিঘাট সহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে জড়ো হয় নেতাকর্মীরা।
পরে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করা হয় মুক্তারপুর এলাকার বিভিন্ন পয়েন্টে,এতে যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়। এদিন বিক্ষোভ কর্মসূচিতে মুন্সিগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানান বিক্ষুব্ধরা।
এতে অংশনেয় বিএনপির স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির নেতা কর্মীরা। এ সময় দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়িতে।
পরে আহতদের উদ্ধার করে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর একই দাবিতে মুন্সিগঞ্জ শহরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মশাল মিছিল বের করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মিছিলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়।
এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা। এসব ঘটনা নিশ্চিত করে,জনগণের জানমাল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল ইসলাম।
