নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানী শেষে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হন ফজলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন আইনজীবী।

এর আগে গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এই অভিযোগ করেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফজলুর রহমানকে তলব করে শুনানি ও আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

ওই দিন আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশও জারি করা হয় এবং উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে আদালতে সশরীরে হাজির হয়ে নিজের সব অ্যাকাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশের পর অ্যাডভোকেট ফজলুর রহমান অবমাননার অভিযোগে গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে একটি লিখিত আবেদন দাখিল করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছিলেন। আজকের শুনানিতে বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চাওয়ায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *