উপদেষ্টা পরিষদ থেকে আসিফ-মাহফুজ কি পদত্যাগ করছেন?

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে।

নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরের দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। এর আগেই ছাত্র উপদেষ্টা পদে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন প্ল্যাটফর্মে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পর্যন্ত দুই উপদেষ্টার কেউই পদত্যাগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য যে কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।

মূলত তার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে আলোচনা শুরু হয়। এর আগে গত মাসের শেষের দিকে তফসিল ঘোষণার আগে তারা পদত্যাগ করবেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *