এবারের আইপিএল নিলামে সাত বাংলাদেশি

এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে মঙ্গলবার চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।

বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন।তবে প্রাথমিক তালিকায় থাকলেও জায়গা হয়নি তারকা অললাউন্ডার সাকিব আল হাসানের।

এর মধ্যে সবচেয়ে বড় খবর মোস্তাফিজকে ঘিরে। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪০ জন ক্রিকেটার, যাদের একজন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলের নামটি কিছুটা চমক নিয়ে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো অভিষেক হয়নি এই তরুণ স্পিনারের।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত ৩৫ জন ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে নিলামের চূড়ান্ত তালিকায়। এ তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে।

মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ।

সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে ৬ বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে নিলামের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *