এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন। দলটির আহ্বায়ক আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসন থেকে।

এ ছাড়া এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে পঞ্চগড় -১ আসনে সার্জিস আলম, ঢাকা-৯ আসনে তাসনীম জারা, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *