তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

সুহাইল আহমদ, জবি: তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনীরা আমার ভাইকে খুন করেছে।আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না।কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাদাবাজির রাজনীতি চালু করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন সাদাত,মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুনের স্বীকার হতে হলো।আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন,ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে।তারা তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো।আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে।আমরা চাইনা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।

উল্লেখ্য,আজ বুধবার (২০ ডিসেম্বর) তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *