নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনির সমর্থকরা।
বুধবার (১০ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টায় শহরের গোশতহাটির মোড় থেকে মিছিলিটি শুরু হয়ে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে মিছিলটি সমাপ্ত হয় ।
সমর্থকরা অভিযোগ করেন, দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতা নজমুল হক সনিকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন দলের কঠিন সময়ে মাঠে থাকা নেতৃত্বকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, নওগাঁ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এ সিদ্ধান্তের বিরোধিতা করে নজমুল হক সনির সমর্থকরা দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।
মশাল মিছিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
