কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর আব্দুল ওয়াহিদ (রহ.) মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মহসীন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও গৌরবের দিন। দিনটি শুধু স্মৃতি নয়, বরং স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে আরও শক্ত ও সুদৃঢ় করার অনুপ্রেরণা।

শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের জ্ঞান, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। তাঁরা বিশ্বাস করতেন—রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকের দিনে তাঁদের সেই আদর্শ আমাদের রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী করে তুলতে পারে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মানে শুধু অতীতকে শ্রদ্ধা জানানো নয়; বরং তাঁদের দেখানো পথে হাঁটার অঙ্গীকার করা। বিভেদ নয়, ঐক্য; হিংসা নয়, সহনশীলতা; অন্যায় নয়, ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হোক এই দিবসের মূল শিক্ষা।

আসুন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি—তাঁদের আদর্শকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *