শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মতিউর রহমান:

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাবনা শহরের অ্যাডভোকেট হামিদুর রহমান ম্যানসনের পৌরসভার অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা পৌর  জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদ পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

ইকবাল হুসাইন বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ জাতির বিবেক, চিন্তা ও প্রগতির আলোকবর্তিকা। স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছিল, যাতে নবজাত রাষ্ট্র মেধাশূন্য হয়ে পড়ে। কিন্তু ঘাতকদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি। একটি জাতির প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সে জাতি তার বুদ্ধিবৃত্তিক শক্তিকে সম্মান করে এবং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যায়। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আজকের সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিতে হবে। তারা শুধু শিক্ষাবিদ বা পেশাজীবী ছিলেন না, বরং তারা ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন সংগ্রামী।

আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, সততা ও আদর্শিক চেতনা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্রে পরিণত হবে। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *