‘গণহত্যায় জড়িত হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়েছে। শেখ হাসিনাসহ বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন,‘আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি। হাদি ভাইয়ের মতো আরও অসংখ্য ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের দালালদের কাছে তুলে দেব না। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, স্বাধীনতাকে বিক্রি করার জন্য ১৬ বছর ধরে ওই ভারতের দালালরা বাংলাদেশে হাসিনাকে ফ্যাসিবাদ তৈরি করতে দিয়েছিল।’

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আবু সাঈদ জীবন দিয়েছে, শরিফ ওসমান হাদি গুলি খেয়েছে। আমাদের আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে ঘুরতে চাই, নিয়ত রাখি পরকালের জীবনেও আমরা সবুজ পাখি হয়ে ঘুরবো। অতএব আমাদের দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের কাছে কামনা করি- হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *