জ্ঞান, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই ক্যারিয়ার গড়ার মূল শক্তি: রাকসু ভিপি

জেলা প্রতিনিধি, মতিউর রহমান:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) নবনির্বাচিত ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন জ্ঞান, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই ক্যারিয়ার গড়ার মূল শক্তি। জ্ঞান তোমাদের চোখ খুলে দেবে, শৃঙ্খলা তোমাদের পথ দেখাবে আর আত্মবিশ্বাস তোমাদের সামনে এগিয়ে যেতে সাহস জোগাবে। শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়; ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাফল্য।

১৫ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার অন্তর্গত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মোস্তাকুর রহমান জাহিদ।

কলেজ শাখার সভাপতি নাইম হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকপার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাঈম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি গোলাম রহমান জয়, সেক্রেটারি এস এম হাবিবুল্লাহ, প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম, টেক্সটাইল কলেজ শাখার সাবেক সভাপতি সাদিক হোসেন প্রমুখ।

ভিপি জাহিদ বলেন; জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জ্ঞান অর্জন মানে চিন্তার পরিধি বাড়ানো, প্রশ্ন করা এবং শেখার আগ্রহ ধরে রাখা। যে শিক্ষার্থী নিয়মিত শেখে ও নিজেকে আপডেট রাখে, ভবিষ্যতের প্রতিযোগিতায় সে-ই এগিয়ে থাকে।শৃঙ্খলা—শৃঙ্খলা ছাড়া মেধা টিকে না। সময়ের মূল্য দেওয়া, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, দায়িত্বশীল আচরণ এবং নৈতিকতা মেনে চলাই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়। শৃঙ্খলাই আপনাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে।

তিনি আরো বলেন; আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস না থাকলে কোনো অর্জনই সম্ভব নয়। ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই আত্মবিশ্বাস। মনে রাখতে হবে, আপনার সক্ষমতা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি।

ইঞ্জিনিয়ার নাঈম হোসেন বলেন তোমরা যারা নতুনভাবে উচ্চশিক্ষার দোরগোড়ায় প্রবেশ করলে নিজেকে গড়ে তোলার জন্য, আজ থেকেই পরিকল্পনা শুরু করো। বই পড়ো, দক্ষতা বাড়াও, সত্যের পক্ষে দৃঢ় থাকো এবং নৈতিকতার সঙ্গে এগিয়ে চলো। কারণ শিক্ষাই মানুষের মর্যাদা বৃদ্ধি করে, আর নৈতিকতা তাকে মহৎ করে। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, টিশার্ট, আল কুরআন ও অন্যান্য উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও নৈতিক নেতৃত্ব গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *