‘বাংলাদেশকে অনেক ভালোবাসি, অনেক দিন ধরে আসার জন্য মুখিয়ে ছিলাম’

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বব্যাপী তার পরিচিত ছিল তার গতির কারণে। প্রায় এক যুগ হতে চলল খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন শোয়েব। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

আজ এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ১৬১.৩ কিমি. প্রতি ঘণ্টা গতিবেগে ডেলিভারি করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। এবার বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আশা করে রাখলেন পাকিস্তানের শোয়েব। তিনি বলেন, ‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’

বাংলাদেশে এসে নিজের ভালো লাগার কথা বললেন শোয়েব, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম।

তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটিও আমি জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *