চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয়  র‍্যালি মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়।

র‍্যালিটি চরফ্যাশন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাস। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত বিজয় অর্জন করতে পারিনি। ১৯৭১ সালে সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের স্বপ্ন আজও পূরণ হয়নি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন  চরফ্যাশন পৌরসভার আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা জামায়াতের কর্ম ও পরিষদ সদস্য সরোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম ।

র‍্যালি ও সমাবেশে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি ও সমাবেশ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *