মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের গর্বিত শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার ভোরের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সর্বোচ্চ সম্মান নিবেদন করেছে ঢাকা জেলা পুলিশ।

জাতীয় ইতিহাসের এই গৌরবময় মুহূর্তে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম; ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর সন্তানের অতুলনীয় সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েই একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশপ্রেম, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সর্বোচ্চ মান বজায় রেখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঢাকা জেলা পুলিশ মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *