শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ এবং তার স্ত্রী তামান্না শারমীনের চারটি মামলায় দেওয়া উচ্চ আদালতের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) চেম্বার জজ রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক রুশদ হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে উচ্চ আদালত পৃথক চারটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে জামিন দিয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আজ সেই জামিন বাতিলের (স্থগিত) আদেশ প্রদান করেন। সাজ্জাদ মোট সাতটি মামলায় জামিন পেয়েছেন। দশটি হত্যাসহ তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। সর্বশেষ ১৫ ডিসেম্বর আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

১৩ ডিসেম্বর চান্দগাঁও থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন। মামলা দুটিই জুলাই অভ্যুত্থানে সংগঠিত ঘটনার। একটি রাজমিস্ত্রি ফজলে রাব্বী হত্যা মামলা, অপরটি পুরাতন চান্দগাঁও থানার সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা। ২০২৪ সালের ১৭ জুলাই সাজ্জাদ অস্ত্রসহ গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার অপরাধে জড়ায় এবং আগের থেকে বেপরোয়া হয়ে ওঠে।

এরপর ১৫ মার্চ ২০২৫ রাজধানীর একটি অভিজাত শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর তার বাহিনীর নিয়ন্ত্রণ নেয় স্ত্রী তামান্না শারমিন। সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিশোধ নিতে ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুনসহ কমপক্ষে তিনটি হত্যাকাণ্ড ঘটায় সাজ্জাদের সহযোগীরা। আর হানিট্র্যাপে ফেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে গুলি করে হত্যা করে আরেক সন্ত্রাসী ঢাকাইয়্যা আকবরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *