হরিরামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়




‎মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলার রামকৃষ্ণপুর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের আয়োজনে প্রথমবারের মতো এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে পাকিস্তানের শোষণ এবং শাসন ভেঙে আমাদের দেশের বীর যোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমাদের সেই স্বাধীনতার পরে পাকিস্তানের কোনো সশস্ত্র ক্ষমতার কোনো ব্যক্তি অথবা গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করার দুঃসাহস করে না। আমাদের অন্যতম যুদ্ধের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল ভারতের আধিপত্য থেকে এদেশকে মুক্ত করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৪ বছর পরেও ভারতের আধিপত্য হস্তক্ষেপ্ ও অভ্যন্তরীণ শৃঙ্খলার হস্তক্ষেপ বন্ধ হয়নি। এখনও সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। এখনো আমরা পদ্মা মেঘনা যমুনার উজানের ফারাক্কা বাঁধের ন্যায্য পানি পাই না। এখন পর্যন্ত আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পাইনি। তাই আমাদের আজকের স্লোগান, “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা…। আমরা স্বাধীন বাঙালি। যে সকল বীরেরা এ দেশ স্বাধীন করেছে আমরা তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

‎ঘোড়া দৌড় প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, আমরা একটি নির্মল বিনোদন উপভোগ করলাম কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া । যেখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। এজন্য আমি আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মূলত এই আয়োজন হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলার। এই আয়োজনটি এই এলাকার কৃষকদের আয়োজন। কারণ কৃষকদের ধান কাটা শেষ। এখন তাদের কিছুটা বিশ্রাম। নবান্নের উৎসবে তারা বিভিন্ন বিনোদনের আয়োজন করেন। তারমধ্যে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অন্যতম আয়োজন। এই উদ্যোগটি যেন পুনরুজ্জীবিত হয়, এর ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেজন্য প্রশাসনের কাছ থেকে আমরা পৃষ্ঠপোষকতা আশা করছি। একটা সুস্থ বিনোদনের মধ্য দিয়ে বাংলাদের প্রাচীন সংস্কৃতি যেন জেগে উঠে। আমরা যেন বেহায়াপানা ও অশ্লীলতা মুক্ত বিনোদন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি।

‎সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জাহিদুর রহমান বলেন, ২৪ এর গণ-আন্দোলনের অন্যতম নেতা আমাদের ওসমান হাদীর ওপর যারা আমক্রমন করেছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আক্রমন করেছে। আমরা ওসমান হাদীর আক্রমনকারীদের অতি দ্রুত গ্রেফতার করে সরকারের যথাপোযুক্ত দায়িত্ব পালনের আহ্বান জানাব।
‎আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর সেই বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই।

‎রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোনাম উদ্দিনের সভাপতিত্বে ও কবিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ সাহিদুর রহমান খান, হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ লোকমান হোসেন, মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এড. আনোয়ার হোসেন, এড. জহির ও আয়োজক কমিটির সদস্য এডভোকেট জাহিদ প্রমুখ।

‎এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ১৭ জন ঘৌড় সরওয়ারের ৩০টি ঘোড়া অংশগ্রহণ করে। ৪টি বিভাগে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নদের মাঝে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *