ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় কফিন মিছিল ও গায়বেনা জানাযা অনুষ্ঠিত

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার যৌথ উদ্যোগে কফিন মিছিল ও গায়বেনা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া শহরের সদ্দাম বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে মজমপুর মোড় হয়ে শহীদ চত্বর (শাপলা চত্বর) এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গায়বেনা জানাযার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ আবু ইউসুফ, জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস, কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি তৌকির আহমেদ, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুস্তাফিজ রহমান, নয়ন হাসান রবিন সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান। তারা শরিফ ওসমান হাদী রেখে যাওয়া কাজ গুলোকে বাস্তবায়নের অঙ্গিকার করেন।
দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদীকে গুলি করা ব্যক্তিকে গ্রেফতারের দাবী জানান এবং আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরো বলেন দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদে গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আর কোনো ভাবেই আমরা ভারতের তাবেদারী মেনে নিবো না।সংক্ষিপ্ত সমাবেশ শেষে গায়বেনা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতী করেন জামায়াত মনোনীত কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

মিছিলে কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে শত শত ছাত্র-জনতা অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *