শিক্ষার্থী পেটানোর অভিযোগে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা


সুহাইল আহমদ, জবি

নারী শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীকে পেটানোর পূর্বের ঘটনার জেরে জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা দিয়েছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। তিনি হলেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অনিক কুমার দাস।

রবিবার (২১ ডিসেম্বর) রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: মইনুল হক দুপুর ১২টার দিকে ব্যাচের সকল শিক্ষার্থীর পক্ষে তার নিজের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

মইনুল হক ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা রসায়ন বিভাগের সকল শিক্ষার্থী সম্মিলিতভাবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অনিক কুমার দাশকে জকসু নির্বাচনে বয়কট ঘোষণা করছি।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ হামলার নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাশ। অনিক কেন্দ্রীয় ছাত্রদলে সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের একনিষ্ঠ কর্মী।

ময়নুল হক লিখেছেন, সে (অনিক) আমাদের বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আকাশ আলীকে ১৫-২০ জন পোলাপান নিয়ে “নির্মমভাবে মারধর” করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা মিছিল এবং প্রক্টর বরাবর অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে সে পার পেয়ে গেছে। ক্যাম্পাসে এমন অপরাধী ও ক্ষমতার দাপট দেখানো ব্যক্তির কোনো স্থান নেই। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে অনিক কুমার দাশকে বয়কট করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা রসায়ন বিভাগের সকল শিক্ষার্থী অনিক কুমার দাশকে বয়কট করলাম। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত সোচ্চার থাকব। ​সকলের সম্মতিক্রমে- রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *