চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোঃ শফিউল আলম আয়াজ (৩০)।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালার ছগিরশাহকাটা নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই হানিফ বাসটি আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
নিহত আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাসস্টেশন পাড়ার বাসিন্দা। তিনি মোঃ সেলিম উদ্দিনের পুত্র এবং দুবাই প্রবাসী ছিলেন। পেশায় তিনি একজন দর্জি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
