টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের এক স্যান্ডউইচ বিক্রেতা টানা ৪২ ঘণ্টা গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করেছেন। ডেভ পারচেজ নামের ৬৩ বছর বয়সী এই ব্যক্তি কোনো বিরতি ছাড়াই প্রায় দুদিন ধরে গান গেয়ে সবার নজর কেড়েছেন।

গ্লুচেস্টার শহরে ‘অন টোস্ট’ নামে একটি স্যান্ডউইচ দোকানের মালিক ডেভ স্থানীয়ভাবে ‘মিস্টার টোস্টি’ নামে পরিচিত। গত বুধবার মধ্যরাতে নিজের দোকানেই বড়দিন উপলক্ষে গান গাওয়া শুরু করেন তিনি, যা চলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

এই রেকর্ডের জন্য ডেভ বড়দিনের ৩৮টি জনপ্রিয় গান বেছে নেন। ‘জিঙ্গেল বেলস’সহ মারায়া কেরি ও হোয়ামের জনপ্রিয় গান বারবার গাইতে গাইতে মোট ৬৮৪টি গান গেয়েছেন তিনি। গড়ে প্রতিটি গান গেয়েছেন প্রায় ১৮ বার করে।

ডেভ জানান, দীর্ঘ সময় না ঘুমিয়ে গান গাওয়ায় একসময় তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং দৃষ্টিভ্রমও হতে থাকে। তবু দর্শকদের উৎসাহে তিনি গান চালিয়ে যান।

এ উদ্যোগে ডেভকে সমর্থন জানাতে স্থানীয় একটি গানের দল ও ডিমেনশিয়ায় আক্রান্তদের একটি সংগঠন অংশ নেয়। স্থানীয় মানুষজনও বিভিন্ন সাজে এসে অনুষ্ঠানটি উৎসবমুখর করে তোলে।

ডেভ তার গান গাওয়ার ভিডিও ও প্রয়োজনীয় তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। এখন তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়। এর আগে নাইজেরিয়ার ইওয়াওলুওয়া ওলাতুনজি ২০২৪ সালে টানা ৪০ ঘণ্টা গান গেয়ে এই রেকর্ড করেছিলেন। তথ্যসূত্র : ইউপিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *