আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা ৮ দলের কে পাচ্ছে ফুলপুরের মনোনয়ন, এ নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। কিছু মানুষ মন্তব্য করছে কোটায় মনোনয়ন পেতে চায় ফুলপুর-তারাকান্দা আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী।
সরেজমিনে গুরে ও সাধারণ মানুষের মন্তব্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। তিনি বিভিন্ন সময় বক্তব্যে বলেন আল্লামা মামুনুল হক তার বন্ধুর মতো অন্য কোন আসন না থাকলেও ফুলপুর তারাকান্দা আসন বাংলাদেশ খেলাফত মজলিসের। তবে সাধারণ মানুষের মতামত এ আসনে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির লড়াই জমবে।
জামায়ত এ আসনকে পরিকল্পনা করে সাজিয়েছে,তাদের সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি এবং নির্বাচনী কেন্দ্র কমিটিও গোছানো শেষ।অপর দিকে রিকসা প্রতিকের নাম মাত্র উপজেলা কমিটি থাকলেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কোন তথ্য পাওয়া যায়নি। হাতে গোনা কয়েকজনকে নিয়ে মিছিলমিটিং সারছে খেলাফত মজলিস।
তাছাড়া মুফতি মুহাম্মাদুল্লার কর্মীদের থেকে মাঝেমধ্যে কথা আসে ফুলপুরের রিকসা চূরান্ত। এবং মুফতি মুহাম্মদদুল্লার কিছু অর্থ কেলেঙ্কারির বিষয় সামনে আসলে এ বিষয়ে কোন সূরাহা হয়নি যানিও মানুষের মাঝে রয়েছে মিশ্র পতিক্রিয়া।
এবিষয়ে জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন আমরা কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের উপর আস্থা রাখছি। ও বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী আশাবাদী বলে জানান।
