মোস্তাকিম বিল্লাহ,দুপচাঁচিয়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বন্দুকের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তি স্থানীয়ভাবে পরিচিত একটি লোটো শোরুমের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর ) রাতে দুপচাঁচিয়া উপজেলার নিউ মার্কেট এলাকার একটি ব্যস্ত স্থানে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ করে অস্ত্র প্রদর্শন করে লোটো শোরুমের স্বত্বাধিকারীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দুপচাঁচিয়া থানায় বিষয়টি অবহিত করেন।
