কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসের মনোনয়ন ফরম সংগ্রহ

ইসরাইল হোসাইন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে প্রার্থী হিসেবে কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন মনোনয়ন সংগ্রহ করেছেন।।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তারের থেকে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জামায়াত মনোনীত কুষ্টিয়া-৪ আসনের এমপি পদপ্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া ও খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আফজাল হোসেন বলেন, “দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হয়েছি। আট দলে যে আসন সমঝোতা চলছে এই এই সমঝোতায় কেন্দ্রের থেকে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে জনগণ যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *