১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি ইসিকে সবার প্রতি সমান আচরণ করতে বলেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
বুধবার সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে এ দাবি জানান তিনি।পরে ব্রিফিংয়ে নাসীরুদ্দিন বলেন, প্রবাসীরা নিবন্ধনে সমস্যাবোধ করছেন। তাই তাদের নিবন্ধনের সময়ও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, ভারত বাংলাদেশের ভোটকে নস্যাৎ করতে তৎপর। আমরা বলেছি কোনোভাবেই যেন ভোট বিঘ্নিত না হয়। গণভোটের ব্যাপারে ইসির কোনো প্রচার প্রচারণা নেই। এটাকে জোরদার করার জন্য বলেছি। পাশাপাশি দলগুলোর অফিসের নিরাপতার কথাও বলেছি।
