জকসুর নির্বাচিতরা মিলে মিশে কাজ করবে, প্রত্যাশা শিবির সভাপতির

জবি প্রতিনিধি

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে যারাই বিজয়ী হোক, তারা যেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কাজ করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি সবার ক্ষেত্রেই সম্ভাবনা দেখছি। তবে আমি আশা করব, যারাই জয়ী হবে তারা সবাইকে নিয়ে কাজ করবে এবং এই উদার মানসিকতা লালন করবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ডাকসুতে ভিন্ন ভিন্ন প্যানেল থেকে নির্বাচিতরা এক হয়ে কাজ করতে গিয়ে অনেক সময় সমন্বহীনতায় ভোগেন বা বাধার সম্মুখীন হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন সেই দুর্বলতা তৈরি না হয় এবং সবাই যেন উদার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারেন, সেই প্রত্যাশা জানান তিনি।

নেতৃত্বের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত লিডারশিপ কোয়ালিটি (নেতৃত্বের গুণাবলী), ম্যানেজিং ক্যাপাসিটি এবং প্রশাসনের সাথে ‘ডিল’ করার বা কাজ আদায় করে নেয়ার সক্ষমতা সম্পন্ন প্রার্থীকে বেছে নেওয়া। তিনি আরও উল্লেখ করেন, একজন যোগ্য নেতার কাজ হবে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রাইভেট সেক্টরের সাথে ‘নেটওয়ার্কিং’ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ফান্ড বা ডোনেশন সংগ্রহ করা।

সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “জবির সীমাবদ্ধতাগুলো আমরা অনুভব করি। আশা করি নির্বাচিত প্রতিনিধিরা সবাইকে সাথে নিয়ে এসব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।”

এসময় শিবির সভাপতির সাথে জবি শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস ও এজিএসসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এদিন তিনি ইংরেজি বিভাগ পরিদর্শনে যান। এসময় তিনি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের সাথে নিজের পড়াশোনাকালীন স্মৃতি রোমন্থন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *