পোস্টালে ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়লো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, এখনও যারা পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেনি তাদের আগামী বুধবারের মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী শনিবার তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। যাতে সম্ভাব্য প্রার্থীরা লেনদেন করতে পারেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে এখন পর্যন্ত ৬ লাখ ৮৬ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৪ হাজার ৯২ জন এবং নারী ভোটার ৫২ হাজার ৬৪২ জন। এর মধ্যে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ১ লাখ ৬৭ হাজার ৬২২ জন নিবন্ধন করেছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

এরইমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *