ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: ডেপুটি আ্যাটর্নী জেনারেল ফর বাংলাদেশ পদে নিয়োগ পাওয়ায় এ্যাড. সুলতান মাহমুদ বান্নাকে ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাটিকামারা মধুস ফ্যাশন কনফারেন্স হলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বেসরসকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি এস এম নুরুজ্জামান, খোকসা সাইদুর মন্টু কলেজের প্রভাষক শামছুজ্জোহা, কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, সাইফুল ইসলাম শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
ডেপুটি আ্যাটর্নী জেনারেল ফর বাংলাদেশ এ্যাড. সুলতান মাহমুদ বান্না ও সহকারী আ্যটর্নী জেনারেল ফর বাংলাদেশ পদে এ্যাড. রেজাউল ইসলাম নিয়োগ পাওয়ায় ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে কাজ করে আসছে।
