আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ (২৪ ডিসেম্বর) ২০২৫ বুধবার মনোনয়ন ফরম সংগ্রহের অংশ হিসেবে ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন ।
ঠাকুরগাঁও–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
অন্যদিকে ঠাকুরগাঁও–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং রানীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার।
মনোনয়ন ফরম সংগ্রহকালে সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত নেতারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
