দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সবশেষ আপডেট পেতে চোখ রাখুন এই যুগান্তর লাইভে।
তারেক রহমানকে বরণ করে নিতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির আরও অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে এসে তাদের সঙ্গে কোলাকুলি করেন তারেক রহমান।
