শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে কুষ্টিয়া জন সাধারণ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মজমপুর এসে শেষ হয়।
মিছিল পরবর্তীতে মজমপুর দেড় ঘন্টা ব্লক করে রাখা হয়। এ সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে অসংখ্য গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায়।
এ সময় আন্দোলনরত সাধারণ ছাত্র-জনতা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- প্রভূতি স্লোগান দিতে থাকে।
উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া বিভিন্ন স্থান থেকে সাধারণ ছাত্র-জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
