রাবি প্রতিনিধি, হাফিজুর রহমান:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মারকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল বিকাশ গুজ্জর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কর্নেল (অব.) বিকাশ গুজ্জর তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি ইংরেজিতে ‘Target Set’ লিখেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এর জবাবে শনিবার সালাউদ্দীন আম্মার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেের পােস্টে জানান, যাক শিওর হইলাম আমাদের শহীদ হাদি চত্বরের গর্জন দিল্লির কুকুরদের কাছে পৌছেছে, আলহামদুলিল্লাহ। তোদের বাপ মোদির ক্ষমতা থাকলে বলবি সামনে থেকে গুলি করতে বা যেটা দিয়েই মারবি সামনে থেকে মারবি।তোদের কলিজা কাপানো স্লোগানটা শহীদ ওসমান হাদি চত্বরে।
এছাড়া তিনি আরও জানান, ইন্ডিয়া হলো সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং সন্ত্রাসীদের পিতা হলো নরেন্দ্র মােদি৷
কর্নেল (অব.) বিকাশ গুজ্জরের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যমতে, তিনি একজন মুক্তিযোদ্ধার নাতি ও ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। তিনি কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন বলে দাবি করা হয়। দীর্ঘ সামরিক জীবনে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন এবং একজন লেখক হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতিতে রয়েছেন।
