এনসিপি থেকে সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করলেন নুসরাত তাবাসসুম

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এ অভিযোগ তুলে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন।

রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

চাইলে এটিকে সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ, দলীয় সংকট বিশ্লেষণ, অথবা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াকেন্দ্রিক রিপোর্ট হিসেবেও সাজিয়ে দিতে পারি।
নুসরাত তাবাসসুম তার পোস্টে বলেন, এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তীমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা নিয়ে। এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি, এই শব্দগুলো আমার রাজনৈতিক স্বপ্ন।

এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এই বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল যা আমি চেয়েছিলাম।
তিনি বলেন, আজ ২৮ ডিসেম্বর, ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যূত হয়েছেন। বিশেষ করে, বিভিন্ন সময়ে আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি।

এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি।
তিনি আরো বলেন, এ সমস্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি) নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *