কুরআন-সুন্নাহর বাইরে কোন আইন হতে দেব না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রসঙ্গে আলেম ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি’র অঙ্গীকার কুরআন সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ার লক্ষ্যে বলে আমরা নাকি কুরআনের পথে থাকতে চাই না। কিন্তু আমরা সব সময় কুরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। আলেম-ওলামাদের জঙ্গি বলে ভয় ভীতি দেখানো হতো ধরে নিয়ে যাওয়া হতো সেই সময় আমরা পেরিয়ে এসেছি এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক, মোঃ পয়গাম আলী।
আরো উপস্থিত ছিলেন, আলেম-ওলামা ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতা কর্মীরা।
