জকসু নির্বাচন: ৩৯ কেন্দ্রে ১৭৮ বুথে ভোটগ্রহণ হবে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচন মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কেন্দ্র ও বুথের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

এর মধ্যে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীহলের ভোটগ্রহণ শহীদ সাজিদ ভবনের নিচ তলার বাম পাশে হবে। এছাড়া মার্কেটিং বিভাগের ভোটগ্রহণ হবে অডিটোরিয়ামের সামনে। আইন বিভাগের ভোটগ্রহণ কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ও আইন বিভাগের ভোটগ্রহণ হবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে।

এছাড়া একই ভবনের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স, নৃবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ভোটগ্রহণ একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভিন্ন কেন্দ্রে হবে।

সামাজিক বিজ্ঞান ভবন-২ এর সমাজকর্ম বিভাগে ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও সমাজকর্ম বিভাগের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান ভবন ১ এ কেন্দ্র স্থাপন করা হয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এই সব কেন্দ্রে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভোটগ্রহণ হবে।

বজলুর রহমান মিলনায়তনে স্থাপিত কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, অর্থনীতি বিভাগের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কলা ভবনে স্থাপিত কেন্দ্রে, বায়োকেমিস্ট্রি, ইংরেজি, দর্শন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রফিক ভবনের বাংলা বিভাগের সেমিনার রুম ও ইতিহাস বিভাগের সেমিনার রুমে ইতিহাস বিভাগের ভোট গ্রহণ হবে।

বিজ্ঞান ভবনের গণিত বিভাগের রুমে গণিত ও পরিসংখ্যান ও নাট্যকলা বিভাগের, রসায়ন বিভাগের ২১৮ নং রুমে রসায়ন বিভাগের, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২১৯ নং রুমে পদার্থবিজ্ঞান বিভাগের, মনোবিজ্ঞান বিভাগের ১১৭ নং রুমে ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ত্রিমাসিক শিল্প ও নকশা বিভাগের, মনোবিজ্ঞান বিভাগের ল্যাব-২ এ মনোবিজ্ঞান বিভাগের, ল্যাব-১ এ অনুজীব বিজ্ঞান বিভাগের, ভূগোল ও পরিবেশ বিভাগের ১১৩নং রুমে ভূগোল ও পরিবেশ বিভাগের, মনোবিজ্ঞান বিভাদের সিগম্যান্ড ফ্রয়েড কনফারেন্স হলে লোকপ্রশাস বিভাগের, মনোবিজ্ঞান বিভাগের ২১৩নং রুমে আইন এবং ভূমি প্রশাসন বিভাগের, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২১২নং রুমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০৯নং রুমে ফার্মেসী বিভাগের এবং ২১০নং রুমে প্রাণীবিদ্যা বিভাগের।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের দিন কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, কেবল অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচন কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এজন্য নির্ধারিত পরিচয়পত্র বহন বাধ্যতামূলক। পরিচয়পত্র সংগ্রহের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *