ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী পক্ষ থেকে প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান: ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রবিউল ইসলামের পক্ষ থেকে বালিয়া হাট বাজারে এক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বালিয়া হাট বাজার এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা জানান, অসহায় ও প্রতিবন্ধী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে এমপি প্রার্থী মোঃ রবিউল ইসলামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সেলাই মেশিন প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই উপহার তার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *