ঠাকুরগাঁওয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি কমেনি। জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিনের তুলনায় কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো শিশির পড়তে দেখা গেছে। ঘন শিশিরে ভিজে যায় গাছপালা, ঘাস ও সড়ক। এতে সকালবেলা শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন সকাল ও রাতের দিকে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে।
শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক ও দিনমজুররা। ঠান্ডার জন্য অনেক কৃষক মাঠে কাজ করতে পারছেন না। দিনমজুর শ্রেণির মানুষজনও কাজে যেতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া শীত ও শিশিরের কারণে অটোরিকশা চালকরাও বিপাকে পড়েছেন। অনেক চালক প্রয়োজনীয় সুরক্ষা না থাকায় গাড়ি নিয়ে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে।
সামগ্রিকভাবে ঠাকুরগাঁওয়ে শীতের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
