‘খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। এছাড়া সেসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় তারা বিএনপি মনোনীত হয়ে নির্বাচন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *