পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে গুলশানে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) লাল-সবুজ পতাকায় মোড়ানো গাড়িটি সকাল ৯ টার কিছু আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়।

খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল। তবে গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতা কর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন

উল্লেখ্য, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *