ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আসন নং–২৬৫, ফেনী–১ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট এস. এম. কামাল উদ্দিন–এর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ ৪ জানুয়ারি, অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনা করে এডভোকেট এস. এম. কামাল উদ্দিন-এর মনোনয়ন পত্রকে সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির, জনাব মাওলানা মুফতি আব্দুল হান্নান। পাশাপাশি জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, ফেনী–১ আসনের জনগণ ন্যায়, সততা ও আদর্শের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় প্রদান করবেন বলে তারা আশাবাদী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী।
