মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।
রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বের কার্যক্রমের ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। “আমরা দেখব তারা কী করে—তাদের কাজ দিয়েই সবকিছুর মূল্যায়ন হবে,” বলেন রুবিও। তিনি আরও সতর্ক করে বলেন, যদি ভেনেজুয়েলার নেতৃত্ব সঠিক পথে না এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে এখনো চাপ প্রয়োগের নানা বিকল্প ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, ‘মাঝখানে তারা প্রকাশ্যে কী বলছে বা অতীতে তারা কী করেছে—সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে তারা কী করে।
তাই আমরা অপেক্ষা করব এবং দেখব।
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘এখানে একটু বাস্তবতা মেনে চলতে হবে। বাজারমুখী ব্যবস্থায় যেতে হলে একটি রূপান্তর দরকার, কিন্তু ভেনেজুয়েলায় তো ১৫–১৬ বছর ধরে চাভিজমো ব্যবস্থা চলছে। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা না যেতেই এখন সবাই প্রশ্ন করছে, কেন আগামীকালই নির্বাচন ঘোষণা করা হয়নি।
এটা সম্পূর্ণ অবাস্তব। এগুলো সময় সাপেক্ষ বিষয়। এর একটা প্রক্রিয়া আছে।
সূত্র : সিবিএস নিউজ
