হলফনামায় সম্পদের পাহাড় হারুনুর রশীদের, কোটি টাকার ঋণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হলেও তার হলফনামায় উঠে এসেছে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার বিশাল ঋণের তথ্য। এ ছাড়া এর আগে পাঁচবার নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়ে চারবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মো. হারুনুর রশীদ নিজের পেশা হিসেবে ‘ব্যবসা ও কৃষি’ উল্লেখ করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তিনি মোট আয় দেখিয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৯২২ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা, বাড়িভাড়া থেকে ৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা, কৃষি থেকে ২ লাখ ৭২ হাজার ১২২ টাকা এবং অন্যান্য খাত থেকে ৩ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, হারুনুর রশীদের নগদ অর্থ রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা। ব্যাংকে জমা আছে ৪ লাখ ৫ হাজার ১৭০ টাকা। এ ছাড়া একটি জিপগাড়ি রয়েছে, যার মূল্য ৯৭ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তার কাছে রয়েছে দুই লাখ টাকার স্বর্ণ, দেড় লাখ টাকার ইলেকট্রিক পণ্য, এক লাখ টাকার আসবাবপত্র এবং ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র।

এ ছাড়া হারুনুর রশীদের রয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ২০০ টাকা মূল্যের ১৫ দশমিক ৯১ একর কৃষিজমি এবং ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিনটি বাড়ি। তার সম্পদের মোট অর্জনমূল্য ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ২০০ টাকা, যার বর্তমান মূল্য দেখানো হয়েছে ২০ কোটি টাকা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই প্রার্থীর হলফনামায় ১ কোটি ২১ লাখ ১৪ হাজার ৯৩২ টাকার বিশাল অঙ্কের সিসি লোন, পার্সোনাল ওভারড্রাফট ও ওভারড্রাফট এগ্রি ঋণের তথ্য উঠে এসেছে। এসব ঋণ তিনি বিভিন্ন সময়ে ইউসিবিএল, আইএফআইসি ও মার্কেন্টাইল ব্যাংক থেকে গ্রহণ করেছেন।

অপরদিকে, হারুনুর রশীদ তার স্ত্রীকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৭৮ হাজার টাকা, বাড়িভাড়া থেকে ৩ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং আইনজীবী হিসেবে ৪ লাখ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে।

স্ত্রীর কাছে রয়েছে নগদ ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ১৮৪ টাকা, ব্যাংকে ১৩ লাখ ৮৬ হাজার ৮৪০ টাকা, ৭৫ হাজার টাকার স্বর্ণ, সাড়ে ৩ লাখ টাকার ইলেকট্রিক পণ্য এবং ৪ লাখ টাকার আসবাব। এ ছাড়া তার নামে রয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৪ দশমিক ৭১ একর কৃষিজমি, ২০ লাখ ৫৩ হাজার ২০৫ টাকা মূল্যের সাড়ে সাত কাঠা অকৃষিজমি এবং ৯০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুটি ফ্ল্যাট। তার সম্পদের মোট অর্জনমূল্য ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১০৫ টাকা, যার বর্তমান মূল্য দেখানো হয়েছে ৯ কোটি টাকা।

তা ছাড়া হারুনুর রশীদের নামে বিভিন্ন সময়ে দায়ের করা পাঁচটি রাজনৈতিক মামলার তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অব্যাহতি, দুটি মামলা বিচারাধীন এবং একটি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হারুনুর রশীদ ১৭ লাখ ৩৭ হাজার ৯২২ টাকা আয় এবং ৩ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৪৩১ টাকার সম্পদ দেখিয়েছেন। চলতি অর্থবছরে তিনি ৩ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন।

অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা আয় এবং ২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ১২৯ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর দিয়েছেন ৪৪ হাজার ১৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *