মসজিদকে ‘জঙ্গি কারখানা’ বলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তির অভিযোগে বহিষ্কৃত জেলা বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি।
আজ বুধবার (৪ জানুয়ারি) জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রেক্ষাপটে দলীয়ভাবে বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত চৌরঙ্গী হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসর ও মাগরিবের নামাজের সময় সভা সাময়িকভাবে বন্ধ থাকলেও এশার আজানের সময় সভা চলতে থাকে।
এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে তারা ক্ষুব্ধ হন। পরে রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যুবক খালিদ হাসান ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্য ঘরে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক লেখেন, ‘জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।’
এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আল হারামাইন মসজিদকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে রেজুয়ানুল হক মানিক পুনরায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *