ভোলায় বিএনপি দ্বারা জামায়াতের নারী কর্মীকে হেনস্তা ও হামলার প্রতিবাদে বিবৃতি

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের রায়চাদ বাজারে শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর একজন নারী কর্মীকে হেনস্তা করে বিএনপির নেতা কর্মীরা এমন অভিযোগ এনে বিবৃতি দিয়েছে বাংলাদশে জামায়াতে ইসলামি লালমোহন উপজেলা শাখা।

বিবৃততে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি সন্ত্রাসীরা নারী কর্মীর উপর আক্রমণ ও হেনস্তার মতো জঘন্য কর্মকান্ডে লিপ্ত হয়েছে। একজন নারী কর্মীর মর্যাদা ও নিরাপত্তা ভঙ্গ করা শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিএনপি সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ফলে সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

বিবৃততে তারা দাবি করে,আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে-

১। নারী কর্মীকে হেনস্তাকারী ও হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

২। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।

৩। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে আমরা আমাদের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *