রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (১৪ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

উপদেষ্টো রিজওয়ানার কর্মসূচি

ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিকেল ৩টায় যোগ দেনে ‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (ব্যাকব) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ব্যাকবের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি থাকবেন প্রফেসর ড. হোসাইন উদ্দিন শেখর, ভাইস চ্যান্সেলর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্যদের জন্য নির্মিত আবাসন প্রকল্পে সংঘটিত ভয়ংকর দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত গুরুতর অভিযোগ নিয়ে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *