থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত অন্তত ২২

থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন।

বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রেনের বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশাল ওই ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের অন্য বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *