বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আরা আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন}
আজ বুধবার সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার মাইগ্রেনজনিত সমস্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমা ফেরদৌসী আরা একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি জনসেবা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আকস্মিক মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *