জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ২২ জানুয়ারি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে এই সফর শুরু হবে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তর বঙ্গে সফর করবেন তিনি।

এ বিষয়ে শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *