ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই দেশটিতে সফরে গেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ দমন এবং এ বিষয়ে সম্ভাব্য মার্কিন সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বার্নিয়ার ফ্লোরিডার মিয়ামিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগের দায়িত্বে রয়েছেন উইটকফ।
বার্নিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অ্যাক্সিওস জানিয়েছে, সপ্তাহান্তে ট্রাম্প ফ্লোরিডার গলফ ক্লাবে অবস্থান করার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান কিছুটা বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে ইসরাইল। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালালে ইসরাইল তেহরানের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব।
ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস বলছে, তেল আবিবের বিরোধিতা সত্ত্বেও আগামী কয়েক দিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন।
